Header Ads

গল্পঃ ডেন্জারাস বউ পর্বঃ ৩

 



😠

ও শুইয়ে পরলো 

আমি ও শুইয়ে পরলাম 

মাঝরাতে মনে হলো আমি মনে হয় বালিশ টপকে..............ইরাকে আস্টে পিষ্টে জরিয়ে ধরেছি ঘুমের ঘোরে ইরাও জরিয়ে ধরেছে ৷

খুব ইচ্চে করছে ওকে একটু আদর করতে 

ওর ঠোটে একটা চুমু দিতে ৷ ইরার গরম নিশ্বাস বার বার আমায় উত্তেজিত করছে

কিন্ত পরাখনে মনে হলো যে মেয়েরে বাবা 

জোর করে কিছু করতে গেলে কেলেঙ্কারি হয়ে 

যাবে ৷ এমনেই বলে দিয়েছে আমার চরিত্রে সমস্যা ৷

ইরার কিছু চুল আমার মুখে উপর এলোমেলো ভাবে পরে আছে ৷

ওর সাম্পু করা চুলের গন্ধ পুরো মাতাল করে দিলো 

চুল গুলো শরীয়ে ওর ঠোটে আমার ঠোট জোরা আলতো করে ইস্পশ করতে ও একটু নরে ওঠলো আমার কলিজা ধুক ধুক করতে লাগলো ইরা মনে হয় বুজতে পেরে গেছে আমরা দুজন দুজনকে জরিয়ে ধরে আছি 

ইরা ধরফর করে উঠে গিয়েই লাইট অন করে দিলো 

ইরাঃ এই আপনি কি করছিলেন 

আমিঃ কককই কই কিছু না তো 

ইরাঃ আমার ঠোটে কিসের যেনো নরম ইস্পশ লাগলো মুখে আপনার নিশ্বাস এর গরম হাওয়া লাগলো ? 

তিক্ষন চোখে তাকিয়ে আছে


আমিঃ (ভাবছি কি মেয়েরে বাবা 

পেচার নজর কাউয়ার মত ঘুম পাতলা 

নিশাচর মাইয়া) আমি কি বলবো বুজতে ছি না 


ইরাঃ লুইচ্চা একটা ,আমি আগেই বলেছি আপনার চরিত্রে দোষ আছে 

জরিয়ে ধরছেন কেনো রাগি কন্ঠে বললো😠😠৷


আমিঃ বললাম আপনিই তো বললেন মিরা বইন্নি আয় আয় দুরে কেন ৷ তাই আমি ভাবছিলাম মিরা তো নাই৷ আপনার মনে হয় ভয় লাগতেছে 

তাই আপনার কাছে যেতে বুকের সাথে মিসিয়ে নিলেন একটা পা আমার উপরে তুইল্লা দিলেন (আহ কি যে শান্তি লাগছিলো 😜)

বিশ্বাস করেন আমি আপনার আরামের ঘুমটা ভাঙ্গতে চাই নি ৷ বোকা বোকা দৃষ্টিতে বললাম😪😪 (বিশ্বাস ও করে নিলো😉😉)


ইরাঃ ওহ তাহলে চুমু খেলেন কেনো 

আমিঃ আমি চুমু খাইতে চাই নি ৷ কিন্ত আমার ঠোট গুলো বলছে আপনি যে লিপিস্টি দিয়েছেন তা নাকি মিষ্টি 

তারপর বললো তোরে জরাই ধরছে তুই লিপিস্টিক খেয়ে নে ৷ সমান সমান৷

কিন্ত আপনার লিপিস্টিক  খুব বাজে একটু ও মজা না সব তিতা

,

ইরাঃ কে বলছে বাজে আপনি ঠিক মত খান নি তাই এমন মনে হচ্ছে 


আমিঃ (লাইনে আইছে আরেক টু চাপা মারতে হবে ) হইছে হইছে আর ডপ দিতে হবে না 

বলতেই 

ইরাঃ ও ঝুকে এসে ওর ঠোট আমার ঠোটে বসিয়ে দিলো 

আমি যেনো অনুভূতি শুন্য হয়ে গেলাম পুরা ২ মিনিট 

আমার শরীলে ৪৪০ ভোল্ট শক্ড লাগলো


ইরাঃ এবার বলেন তিতা লাগছে

 ৷

আমিঃ অস্বিকার করলাম উহু একটু ও না 

অনেক মজা তো আপনার লিপিস্টিক 

ইরাঃ ধমক দিয়ে বললো না বুঝে কখনো কিছু বলবেন না মনে থাকবে

আমি বাদ্য ছেলের মত মাতা নাড়ালাম 

ইরাঃ যান উপাসে গিয়ে ঘুমান 

আর আমি মিরা বলে ডাকলেও কাছে আসবেন না 


আমিঃ মনে মনে বলছি আপনি তো ডাকেনই নি 

😂😂 মাঝে মাঝে এই বুদ্ধি টা কাজে লাগিয়ে একটু উষ্ণতা নেওয়া যাবে 


তারপর আবার ঘুমিয়ে পরলাম 

সকাল বেলা দেখি ইরা বিছানায় নেই মনে হয় 

ওর আম্মুর সাথে রান্না করছে 


এমন সময় শালিকা হাতে কফির মগ নিয়ে রুমে প্রবেশ করলো বললো দুলাভাই ধরেন ৷ 

কফি দেখে আমার জিহ্বা পুরার কথা মনে পরে গেলো আত্মা পানি শূন্য 

না শালিকার কাছে এসব বলা যাবে না ৷


কফি টা নিয়ে বেলকনিতে গেলাম শালিকা ও পিছে পিছে গেলো 

 শালিকাকে একের পর এক প্রশ্ন  করতে লাগলাম  কফি ঠান্ডা করতে ৷


আমিঃ মিরা তুমি তো ক্লাস 10 এ পরো তোমার স্বপ্ন কি 

মিরাঃ আমি একজন ডাক্তার হবো 

হাসতে হাসতে বললো 

আমিঃ মিরা তুমি প্রেম করো না ?

শালিকা এমন প্রশ্ন শুনে একটু 

লজ্জা পেলো মনে হয়

তারপর আমাকে কিছু লজিক শুনিয়ে দিলো


বললো প্রেম করলে জীবনটা এলো মেলো হয়ে যায় ৷ বয়ফেন্ড এর হাত ধরলে লোকে বলবে 

এমন মেয়ে বাবা মায়ের কলঙ্ক 

আর বাবা মা কথা মত বিয়ে করলে বলবে মেয়েরা ঠকবাজ 

আর আমি দেখেছি রিলেশন গুলো কোনো পরিবার মেনে নেয় না ৷


আমিঃ প্রশ্ন রাখলাম তোমার কথা মানছি 

তবে ২০ বছর তোমার রিমোট তোমার বাবা কন্টল করলো ৷ তুমি কি খাবে ,কি পরবে, কি করবে,বাকি ২০ বছর তোমার স্বামী কন্টল করবে, যদি সে ভালো হয় তো শান্তি পাবে আর না হলে তো শেষ , আর বাকি ২০ বছর ছেলে মেয়ে কন্টল করবে ,

জীবনটা তোমার তাই সিদ্ধান্তটা ও তোমার ?

বলে হাসলাম😂😂

শালিকা আমার প্রশ্নের কোনো উত্তর খুজে পেলো না 

ও ভাবছে 

এতখনে আমার কফি শরবত হয়ে গেছে 

তাই একদমে ডকডক করে মেরে দিয়ে একটা বিজয়ের হাসি হাসলাম 

শালিকা বুজতে পারে নি ৷


পাঠক বিন্ধ আপনারা আবার কইয়েন না 

আর গল্পে কোনো অভিযোগ থাকলে প্লিজ ইনবক্স করবেন তবে কমেন্ট এ খারাপ কথা বলবেন না


রুমে এসে ফ্রেস হলাম

মোবাইলে ফেসবুকিং করছিলাম মেয়েদের সাথে এমন সময়

নাস্তার জন্য ডেকে গেলো ইরা 


দোতালা থেকে নামতেই পা ব্যথা হয়ে গেলো শশুর কে বলতে হবে লিফট লাগাতে 

 মনে,মনে ভাবলাম

এসে শশুর শাশুরির সাথে কৌশল বিনিময় করে খেতে বসলাম 

খাওয়ার মধ্যে হঠাৎ বলে বসলাম 


মিরা নাকি ওর বয়ফেন্ড কে বিয়ে করবে 

মিরা তো পুরাই শক্ড সাথে আমার বউ ও

আমি কন্টিনিউ করে বললাম 

আব্বু মিরা সকালে আমায় কফি খেতে খেতে বললো 

দুলাভাই আপুর তো বিয়ে হয়ে গেছে 

একা একা আমার ভালো লাগে না একটা ব্যবস্তা করে দেন না

মিরা লজ্জাই মরি মরি অবস্তা মুখ পুরো লাল হয়ে গেছে শশুর আব্বা একটু খুক খুক করে কাশি দিলেন

শাশুরি তো মিরাকে চোখ দিয়ে পুরিয়ে দিচ্ছে 

মিরা আমারে কাদতে কাদতে বললো 

মেয়েদের জীবন এমন কেনো 

২০ বছর তাদের রিমোট তাদের বাবা কন্টল করে আর ২০ বছর তার স্বামী তারপর ২০ বছর তার ছেলে মেয়ে 


আবার বলে কি আমাদের কি একটু সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকতে পারে না ৷

( মনে মনে নে কাচ্চুরনি আর গরম কফি কাওয়াবি আর কুত্তা দিয়া ভয় দেখাবি)


সব মিরার উপর চাপিয়ে দিলাম 


শশুরঃ বয়স কত সবে তো ১৭ এখনই এত পাকনা পাকনা কথা 

ডানা গজাইছে 

আগে তো পরালেখা শেষ করোক 

মিরা দৌরে রুমে ডুকে গেলো 

শশুর বললো ইরার মা তোমার মাইয়ারে বোঝাও বলে শশুর আব্বা উঠে গেলো 

আমি চুপচাপ খেয়ে রুমে আসলাম 


রুমে আসতেই মিরা হুমকি দিয়ে গেলো কাদতে কাদতে দুভাইএর বাচ্চা তোরে খাইছি মনে রাখিস 😠

আমি ও বর মুখ করে ভেংছি করে বলে দিলাম যা যা  দেখা যাবে 

কিন্ত কে যানতো 

আমি নিজের বিপদ নিজেই ডেকে আনছি 

একটু পর ইরা এসে বললো 

আর যাই হোক তোমার রিমোট আমি কন্টল করবো 

এ কথা শুনার পর আমি যেনো আকাশ থেকে 

বঙ্গপসাগরের শেষ পান্তে এক দিপের জঙ্গলে  পরলাম................

চলবে........


next part coming soon

No comments

If you have any doubts. Please let me know.

Powered by Blogger.